Tuesday, February 19, 2019

বিশ্বজিৎ চট্টোপাধ্যায়






সুজানের জন্য সনেট

ধরুন এক অচ্ছে দিন আসে এবং যায়।
জাহাজ ঘাট,কি হল্লা যে হল মহল্লায়!
ছোকরা ষাঁড়,পানপরাগ, ডায়না আঁকা হাত
স্প্যানিশ চুল, ভুল অ্যাকসেন্ট, দুঘন্টার রাত।

চোখে কলপ, ঠোঁটে কাজল,নখর ভরা বিষ,
হ্যারি পটার ছবির মতো বানানো এক সিন
ডেকের লগে আলতামিরা গুহার কালো শীত।
আড়াল থেকে গিটার, স্ট্রিং,ক্লারিওনেট,শিস।

কে যেন তোকে বাঁচাল  ওই ষাঁড় এর হাত থেকে?
রূপালি চুল,কী যেন তার নাম?
জানি না সে কে প্রৌঢ় এক ইহুদি ডাক্তার
ওসব কথা নাই বা বললাম।

গহীন কালো নবীন মেঘে আকাশ এল ছেয়ে।
আশিরনখ সত্যবাদী, সুজান, সেই মেয়ে।

No comments:

Post a Comment

একঝলকে

সম্পাদকীয়-র পরিবর্তে

"একটা কথা আমি বলি। আমরা অনেকগুলো জিনিস খবরের কাগজে দেখি। সারফেসে দেখি, তার দ্বারা প্রভাবিত হয়ে যাই। আমাদের আর কিন্তু প্রভাব...