রূপকথা
সেই কবে থেকে যেন
বিফল জন্মের দিকে চেয়ে বসে আছি
হঠাৎ যদি বা কিছু ঘটে যায়
জলাশয় থেকে যদি উঠে আসে সুখ
যেন দেবী, সাক্ষাৎ সুন্দরী
তিন চার রকম ভিন্ন কুঠার দেখিয়ে
সে বুঝি আমায় ঠিক চিনে ফেলতে চায়?
এভাবে সবটা বুঝি, চিনে ফেলা
বুঝে ফেলা যায়?
হাওয়ায় ধুলোর শোক ওড়ে
ঝড়ে উড়ে যায় খুঁটি, আলগা বাঁধন
পড়ে থাকে
লোহার কুঠারে দগ্ধ, ক্ষতক্লিষ্ট মন
সেই কবে থেকে যেন
বিফল জন্মের দিকে চেয়ে বসে আছি
হঠাৎ যদি বা কিছু ঘটে যায়
জলাশয় থেকে যদি উঠে আসে সুখ
যেন দেবী, সাক্ষাৎ সুন্দরী
তিন চার রকম ভিন্ন কুঠার দেখিয়ে
সে বুঝি আমায় ঠিক চিনে ফেলতে চায়?
এভাবে সবটা বুঝি, চিনে ফেলা
বুঝে ফেলা যায়?
হাওয়ায় ধুলোর শোক ওড়ে
ঝড়ে উড়ে যায় খুঁটি, আলগা বাঁধন
পড়ে থাকে
লোহার কুঠারে দগ্ধ, ক্ষতক্লিষ্ট মন
No comments:
Post a Comment