ভালবাসা
আমার দেশ
হাঁটতে ইচ্ছে করে
ভোরের কুয়াশা তুমুল রোদে
অঝোর বৃষ্টিপাতে
কিংবা বলো, আরও কী কী
সম্ভাব্য দুর্যোগ আছে
নিকষ অন্ধকারে
দুরন্ত ঘন অরণ্যে বিপদসঙ্কুল পথ
অথবা পিচ্ছিল পাহাড়
তবু ইচ্ছে করে
হেঁটে হেঁটে ভালবাসা কুড়িয়ে আনি
মরুভূমির তৃষ্ণা
সে ও এক অমোঘ প্রেম
অপরিমেয় গিরিখাত থেকে অতলান্ত সমুদ্র
ভালবাসার আকর আমার দেশ
হেঁটে হেঁটে শুষে নেব সব
ফুরিয়ে যাওয়ার আগে সব প্রাণ
খোদাই করে দিতে হবে সত্য
মৃত্যুর রক্তগোলাপ
পৃথিবীর সব ভাষায় অনূদিত হতে হতে
কাশ্মীর হয়ে গেছে!
হাঁটতে ইচ্ছে করে
ভোরের কুয়াশা তুমুল রোদে
অঝোর বৃষ্টিপাতে
কিংবা বলো, আরও কী কী
সম্ভাব্য দুর্যোগ আছে
নিকষ অন্ধকারে
দুরন্ত ঘন অরণ্যে বিপদসঙ্কুল পথ
অথবা পিচ্ছিল পাহাড়
তবু ইচ্ছে করে
হেঁটে হেঁটে ভালবাসা কুড়িয়ে আনি
মরুভূমির তৃষ্ণা
সে ও এক অমোঘ প্রেম
অপরিমেয় গিরিখাত থেকে অতলান্ত সমুদ্র
ভালবাসার আকর আমার দেশ
হেঁটে হেঁটে শুষে নেব সব
ফুরিয়ে যাওয়ার আগে সব প্রাণ
খোদাই করে দিতে হবে সত্য
মৃত্যুর রক্তগোলাপ
পৃথিবীর সব ভাষায় অনূদিত হতে হতে
কাশ্মীর হয়ে গেছে!
উপহার
ভালই লাগে
আজকাল অসময়ে সব মেনে নেওয়া
তুমুল বসন্তদিনে
পশ্চিমি ঝঞ্ঝা আর তুষারপাত
দিনক্ষণ নেই
সতর্ক সীমারেখা মুহূর্তে বিলীন হয় শূন্যে
লক্ষ্যভেদী বাণ
পৃথিবীর কঠিনতম দুর্গপ্রাকার খণ্ডন করে
স্রেফ একটা শব্দ
তৈরি করে প্রত্যাশাহীন অজস্র নীরব বিন্দু
ভালই লাগে
মেনে নিতে পরিবর্তনের পথে কিছু অসম্ভাব্য ছবি
জানি তো এখন
জীবনের কাছে কোনও উপহার নেই মৃত্যু ছাড়া।
ভালই লাগে
আজকাল অসময়ে সব মেনে নেওয়া
তুমুল বসন্তদিনে
পশ্চিমি ঝঞ্ঝা আর তুষারপাত
দিনক্ষণ নেই
সতর্ক সীমারেখা মুহূর্তে বিলীন হয় শূন্যে
লক্ষ্যভেদী বাণ
পৃথিবীর কঠিনতম দুর্গপ্রাকার খণ্ডন করে
স্রেফ একটা শব্দ
তৈরি করে প্রত্যাশাহীন অজস্র নীরব বিন্দু
ভালই লাগে
মেনে নিতে পরিবর্তনের পথে কিছু অসম্ভাব্য ছবি
জানি তো এখন
জীবনের কাছে কোনও উপহার নেই মৃত্যু ছাড়া।
No comments:
Post a Comment