Tuesday, February 19, 2019

দীপ্তিপ্রকাশ দে






স্বপ্ন

মানুষ চলে গেলে কষ্ট হয়। আরও কষ্ট হয় যখন দেখি- স্বপ্নের ভিতরে সে দ্বিতীয়বার মরে যাচ্ছে! দূরত্ব তো বেশি নয়, হয়তো প্রথমবার মৃত্যুসংবাদ তার কাছে পৌঁছায়নি! জেগে উঠে এই সান্ত্বনায় নিজেকে ঘুম পাড়িয়ে রাখি। তারপর আবার স্বপ্ন দেখা শুরু করি। একই জীবনকে দু’- দু’বার মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্য, স্বপ্নকে মনে হয় প্রতারক!

স্বপ্ন: দুই

একমাত্র স্বপ্নই পারে, মৃত মানুষকে আবার বাঁচিয়ে তুলতে! একদিন এভাবেই রবীন্দ্রনাথকে পেয়েছিলাম। দেখেছিলাম, মিলিদির হাত ধরে হেঁটে যেতে। অল্পবয়সি মিলিদির শাড়ি হাওয়ায় উড়ছিল। আর রবীন্দ্রনাথ সামান্য ঝুঁকে, চশমার কাচ মুছতে মুছতে সামনের দিকে এগচ্ছিলেন। সামনে কি মাঠ দেখা যাচ্ছিল না অমলতাসের নিবিড় জঙ্গল? আমি স্পষ্ট বুঝতে পারিনি। কেননা ঘুম ভেঙে গিয়েছিল আচমকা সেদিন। আর ঘুম ভাঙা মাত্রই আমার মনে পড়ে গিয়েছিল, রবীন্দ্রনাথ আছেন। কিন্তু মিলিদি নেই!


No comments:

Post a Comment

একঝলকে

সম্পাদকীয়-র পরিবর্তে

"একটা কথা আমি বলি। আমরা অনেকগুলো জিনিস খবরের কাগজে দেখি। সারফেসে দেখি, তার দ্বারা প্রভাবিত হয়ে যাই। আমাদের আর কিন্তু প্রভাব...