Sunday, February 17, 2019

অনির্বাণ বন্দ্যোপাধ্যায়







এমন দৃশ্যগুলো


১)
আজ দোল পূর্ণিমা,
আমরা বারান্দায় হাত ধরে দাঁড়িয়ে কথা বলছিলাম...
এবারের জ্যোৎস্না একটু বেশিই জোরালো; তাই না?
আলো গুলো যেন ব্যস্ত খুব, ধবধবে সাদা গায়ে ঠিকরে এক্ষুনি ফিরে যাবে নিজেদের দেশে--
আর তখনই কালো পলাশ বনের কোনও অপরিচিত ডালে একটা লক্ষ্মী প্যাঁচা জ্বলে উঠল দপ করে নিয়ে তার একার সংসার
এই তো মুহূর্ত , এর জন্যই আজও বেঁচে আছে চোখ-- 
পলক ফেলো না , এক্ষুনি সব রঙ গলে গলে পড়বে বৃষ্টি হয়ে ,টুপ টুপ টুপ হাত বেয়ে মেয়োনিz এর মত
তারপর সব সাধারণ...ভীষণ একঘেয়ে
অমন দৃশ্য তুমি চারপাশে অনেক দেখেছ

২)
কেউ নেই আশপাশে--
আকাশের গাল লজ্জায় লাল করে
টুক করে উঠে পড়ল সূর্য একটু একটু করে
আর পাখিরা অভ্যর্থনা করল , চিনির মত গানে-
এত সৌন্দর্য , এত মণিমুক্ত কার জন্য মেলেছ তুমি !
তোমার রূপ কেউ দেখছে না তত মন দিয়ে...
এখন মেটামরফসিসের পথে হাঁটছে মানুষ.. 
দল বেঁধে যন্ত্র হতে হবে;--
ভোর একটা ইন্ডিকেটর;
ভাগ্যিস পৃথিবীর বুকে মানুষই একা প্রাণ নয়...
তাই সূর্যের নিজেকে ফালতু মনে হয়না এখনও;
না হলে তো কবেই...

 ৩)
আমাল্ফি উপকূলে আজ নিবিড় অন্ধকার ! 
সময় পালিয়ে যায় বালির গায়ে দুষ্টু লাল কাঁকড়ার মতো;
একটা শান্ত গুহার ঘুম ভাঙল সবে, ভূমধ্য সাগরের নোনা হওয়ায়...
ও খুব ক্ষুধার্ত এখন
পাকা লেবুর হলুদ ঘ্রাণ আর লিমনচিলোর নেশায় বুঁদ ; এ এক অপরূপ ইতালিয় সন্ধ্যা
সমুদ্র সৈকতে ঠোঁটে ঠোঁট রাখে সিগালের জোড়,
জ্বলজ্বল করে ওঠে ওদের কামার্ত ডানা
 কিন্তু এমনই এক রোম্যান্টিক সন্ধ্যায় পথ হারিয়েছে এক রঙিন প্রজাপতি....
ভুল করে প্রবেশ  করেছে গুহার ক্ষুধার্ত হাঁ-য়ে--
আর পা জড়িয়ে গেছে মাকড়সার নরম জালে...
গাঢ় অন্ধকার , মৃদু হাওয়ায় মসৃণ জাল দুলে ওঠে দোলনার মত তারপর দুলতেই থাকে....
হয়ত এভাবেই দুলতে দুলতেই ওরা দুজনে একসাথে কাটিয়ে দেবে পুরো জীবন;হাঁ মুখে আলজিভ যেমন....
একটা রঙিন প্রজাপতি কোনও এক অন্ধকারে পথ ভুল করেছিল
আর আটকে পড়েছিল একটা
গোটা জীবন।

 ৪)
দ্যাখো অজস্র চাঁদ তাকিয়ে আছে 
আমাদের দিকে
কেউ কাঁদছে, কেউ হাসছে; আর কেউ ঢলে পড়ছে চুর হয়ে মার্গারিটার কোলে..
মনের অবিকল ছাপ থাকে চাঁদে, খেয়াল কোরো কোনওদিন;
আসলে , আমাদের দুঃখগুলো যে আলাদা আলাদা বড়!
তাই সবার জন্য ও নিজের দেহেই বানিয়ে নিয়েছে এক আশ্চর্য আয়না...
তুমি নিজেকে দেখতে পাবে
এটুকুই যা নতুন,
না হলে চাঁদ কে নিয়ে বাকি কথাগুলো সবই
বলা হয়ে গেছে সেই কবেই.....
 

No comments:

Post a Comment

একঝলকে

সম্পাদকীয়-র পরিবর্তে

"একটা কথা আমি বলি। আমরা অনেকগুলো জিনিস খবরের কাগজে দেখি। সারফেসে দেখি, তার দ্বারা প্রভাবিত হয়ে যাই। আমাদের আর কিন্তু প্রভাব...