মন,মথুরাও
চলে যেতে পারে
কী প্রেম! কী
প্রেম!
প্রতি আদরের
কাছে কুকুরের মতো আমি বশ্য হয়েছি।
মার-খাওয়া
রাত্রির কাছেও!
গলিতে গলিতে
তোমার নামের আলপনা এঁকে,
ভোরবেলা,
বিশেষ করেছি।
কতদিন পর
আজ,সরু বোতলের গলা যেন,
মনোপথে,
আহ্লাদ, অপমান গাদাগাদি করে
এ ওকে খোঁটা
দিচ্ছে শুধু
২
ভাবি,নামগান
গাইব। সমুদ্রে নেমে যাব।ঢেউ ঘাঁটব।
নুন ছিটকে
জিভে পড়লে তোমার,তুমি বেইমানি করতে পারবে না আর,
আর ছেড়ে
যাবে না আমাকে!
বিকেলের
সূর্যাস্ত-লাগা বাঁক থেকে মদনমোহন কিনে দিতে দিতে বলবে যখন,
'শিঙাড়া গরম
আছে তো?'
মরমে মরব!
৩
ধর্ষণ চুলোয়
যাক।
ভোট ও রিগিং
যাক চুলোর দুয়ারে।
পচে যাক
আচারের মতো রাজনীতি।
ধর্ম-অধর্ম।
আমার
বোয়ামে।
সব ঘরে তালা
দিয়ে বেরিয়ে পড়েছি আমরা
মুহূর্ত
জড়িয়ে।
হেই মা
বিপত্তারিণী,দেখ, পরের রোববার,বরফ-না-পড়া অবধি, আমাদের সম্পর্ক থাকে যেন
৪
তিনশো
আটানব্বই। কিশলয়।
যোধপুর
পার্ক।
শীত ও রৌদ্র
এসে পুবের বারান্দায়,
আমার ডেডবডি
নিয়ে কষে
কাটাকুটি
খেলছে বসে বসে
No comments:
Post a Comment