Saturday, February 16, 2019

সু র ঞ্জ ন রা য়







কালো পিঁপড়ে /

স্বপ্নের ভিতর আমি কালো পিঁপড়ে হেঁটে যেতে দেখি...
কালো কালো পায়ে তারা এগিয়ে চলেছে
গার্হস্থ্য পায়ের পাতা,হাঁটু ছুঁয়ে 
চড়াই-উৎরাই শেষে পৌঁছে যাচ্ছে
                         হৃৎপিণ্ডের কাছে----
রক্তের কণিকা চেটে চেটে
ক্রমশ ফ্যাকাসে ক'রে দিচ্ছে স্বপ্ন আর
বাস্তবের রঙিন যাপন !

স্বপ্নের ভিতর কালো পিঁপড়েরা ছড়িয়ে পড়ছে
                                  খুব, আজকাল...
রক্তের শর্করা চেটে খাচ্ছে দিন-রাত
ভয়াবহ পাড় ভাঙছে 
স্বপ্নের দেয়াল থেকে রোজ !

কালো কালো কষ্টগুলো
মাথা-চাড়া দিয়ে উঠছে, থেকে থেকে
ঘুম আর জাগরণে সন্ধানী-মৃগয়া প্রত্যাশিত

খুঁটে খুঁটে তুলে নিচ্ছে যাবতীয় হিসাব-নিকাশ !

No comments:

Post a Comment

একঝলকে

সম্পাদকীয়-র পরিবর্তে

"একটা কথা আমি বলি। আমরা অনেকগুলো জিনিস খবরের কাগজে দেখি। সারফেসে দেখি, তার দ্বারা প্রভাবিত হয়ে যাই। আমাদের আর কিন্তু প্রভাব...