সুকুমারীকে না-বলা কথা
আমার চেয়েও বিস্তৃত, অসমান এক মরুপ্রান্তর,
আমার চেয়ে ক্রুদ্ধ, মৃতবৎ, আমার চেয়েও জাগ্রত,
নিরুত্তর আমার চেয়েও ; মূক, উড়ন্ত বালুকারাশি;
সময় হল, সময় এল, পাথরখণ্ডে ফিরে যাবার ৷
এতদিনে আমাদের চূর্ণবিচূর্ণ হয়ে যাবার কথা,
তুমি বলবে, ঐ পাথরকুচিদের আমরা চিনতাম ৷
এইরকমই হবার কথা, ঠিক তখন, দেওয়ালে মই,
পেন্টার বাবু নামিয়ে আনছে পুরাতন সাইনবোর্ড ৷
বাতাসের মাথা নীচু, বুঝি উহার কাছে গূঢ় বচন
আশা করেছিলাম ৷ অস্ফুটস্বরে সে বললে, ফিরবে যে,
কোন্ পথে, তোমায় কোথাও যেতে দ্যাখে নি কদম্ববন,
ফিরবে যে, গেঞ্জিজামা কোথায়, তোমার লণ্ঠন কোথায় ?
অসামান্য
ReplyDelete