Sunday, February 17, 2019

অরুণাভ রাহারায়






মাত্রা

দশটা দশের মতো সিলিং ফ্যানের থেমে থাকা।
রাত্রিবেলা, ঘরের সিলিংটাকে ঘড়ি ভেবে ভুল হয়
তখনই ওপাশ থেকে কানে আসে গান... 

এখনও জানি না দূরে গান গাইছে কে! 
কার পায়ে লেগে ফুঁসে উঠল সমুদ্র? 
ডিঙি নৌকগুলি আছড়ে পড়ছে মাটিতে... 

সেই মাটি তুমি আজ সযত্নে ধরেছ। 
মাটি ধরা মানে খুব জলের উছ্বাস... 
জল কি মাটির থেকে ভালো? 

এই ভেবে ভোর হয়। 
ভোর হওয়া মানে ফের ঘড়ির চলন
ঘড়ি চলছে: পাঁচ, সাত, আট, দশ...

No comments:

Post a Comment

একঝলকে

সম্পাদকীয়-র পরিবর্তে

"একটা কথা আমি বলি। আমরা অনেকগুলো জিনিস খবরের কাগজে দেখি। সারফেসে দেখি, তার দ্বারা প্রভাবিত হয়ে যাই। আমাদের আর কিন্তু প্রভাব...