কে মেয়েটি কৃষ্ণকলি
আধেক আলোয় দাঁড়িয়েছে চুপ!
কী চায় সে?
ধূলোর পথে নুড়ি কাঁকড়
জাতীয় সড়ক পেরিয়ে এসে
ভিড়ের মধ্যে আড়াল হয়ে
কী চায় সে ?
ভেতরঘরে চলছে তুমুল
কাব্য সন্ধ্যা । প্রবল হাওয়া
কী চায় মেয়ে কৃষ্ণ বরণ,
দীঘল চক্ষু , কপালে টিপ ।
কে মেয়েটি কীর্তনীয়া ,
আজন্মকাল-
লুকিয়ে এমন শব্দ শোনে
সংগোপনে কাঁধের ঝোলায়
সেই থেকে সেই প্রথম প্রহর কৃষ্ণ-মেঘে
বৃষ্টি এলে,
জল থেকে ঢেউ অতল কোনো গল্প
বলে নাম দিল তার অকুল অপার
মফস্বলের , ঠিকানা নেই
বসত কোথায় ?
কৃষ্ণচূড়া শিখর দেশে ?
কী চায় সে?
আধেক আঁচল যাচ্ছে দেখা তাঁতের সুতো
নাকের নথে ছন্দ আছে
ভেতরঘরে চলছে তুমুল কাব্য সন্ধ্যা
কৃষ্ণকলি আঁজলা ভরে দৃশ্য তুলছে,
কবির পলাশ, কবির অসুখ!
আধেক আলোয় দাঁড়িয়েছে চুপ!
কী চায় সে?
ধূলোর পথে নুড়ি কাঁকড়
জাতীয় সড়ক পেরিয়ে এসে
ভিড়ের মধ্যে আড়াল হয়ে
কী চায় সে ?
ভেতরঘরে চলছে তুমুল
কাব্য সন্ধ্যা । প্রবল হাওয়া
কী চায় মেয়ে কৃষ্ণ বরণ,
দীঘল চক্ষু , কপালে টিপ ।
কে মেয়েটি কীর্তনীয়া ,
আজন্মকাল-
লুকিয়ে এমন শব্দ শোনে
সংগোপনে কাঁধের ঝোলায়
সেই থেকে সেই প্রথম প্রহর কৃষ্ণ-মেঘে
বৃষ্টি এলে,
জল থেকে ঢেউ অতল কোনো গল্প
বলে নাম দিল তার অকুল অপার
মফস্বলের , ঠিকানা নেই
বসত কোথায় ?
কৃষ্ণচূড়া শিখর দেশে ?
কী চায় সে?
আধেক আঁচল যাচ্ছে দেখা তাঁতের সুতো
নাকের নথে ছন্দ আছে
ভেতরঘরে চলছে তুমুল কাব্য সন্ধ্যা
কৃষ্ণকলি আঁজলা ভরে দৃশ্য তুলছে,
কবির পলাশ, কবির অসুখ!
No comments:
Post a Comment