Saturday, February 16, 2019

সৌভিক মুখার্জী






লুঠ

সুর তুলে ছিঁড়ে যাচ্ছে কুয়াশাভোর
মাটি থেকে মাটিতে খেলছে রৌদ্র স্নান...

শীত শীত শীত শুধু শীতের গান
অনেক শীত পার করে পরেছো বসন্তসাজ।

ওইখানে চুপটি করে দাঁড়াও---
বসন্ত, তোমায় লুঠ করবো আজ।


বসন্তভ্রম

বসন্ত বিকেলের কোমলতা নিয়ে
কী অকপট স্বীকারোক্তি চারিদিকে! 

অথচ লোভ, লালসা, ঘৃণা
দিয়ে ভর্তি ভরপুর ভরদুপুরের পরে---
হতে পারে তা। কিন্তু কেন বিশ্বাস করবো!

যে
এই বসন্তেই একদিন তোমাকে বসন্ত
                                            মনে হয়েছিলো...  

No comments:

Post a Comment

একঝলকে

সম্পাদকীয়-র পরিবর্তে

"একটা কথা আমি বলি। আমরা অনেকগুলো জিনিস খবরের কাগজে দেখি। সারফেসে দেখি, তার দ্বারা প্রভাবিত হয়ে যাই। আমাদের আর কিন্তু প্রভাব...