লুঠ
সুর
তুলে ছিঁড়ে যাচ্ছে কুয়াশাভোর
মাটি
থেকে মাটিতে খেলছে রৌদ্র স্নান...
শীত শীত
শীত শুধু শীতের গান
অনেক
শীত পার করে পরেছো বসন্তসাজ।
ওইখানে
চুপটি করে দাঁড়াও---
বসন্ত,
তোমায় লুঠ করবো আজ।
বসন্তভ্রম
বসন্ত
বিকেলের কোমলতা নিয়ে
কী অকপট
স্বীকারোক্তি চারিদিকে!
অথচ
লোভ, লালসা, ঘৃণা
দিয়ে
ভর্তি ভরপুর ভরদুপুরের পরে---
হতে
পারে তা। কিন্তু কেন বিশ্বাস করবো!
যে
এই
বসন্তেই একদিন তোমাকে বসন্ত
মনে হয়েছিলো...
No comments:
Post a Comment