চূর্ণ
আমি কি ডেকেছি তাকে? বলেছি পরানসম ছাই
গুঁড়ো গুঁড়ো তুষারের মোমে ঢেকে পাথর প্রতিমা
আমি কি বলেছি তার যত পরমাণু, সব চাই
বিস্ফোরণের পর যেদিকে গড়িয়ে যায় বীমা
আমি কি চেয়েছি সেই শূন্যতা অনুরূপ ফ্রেম
আকাশ নিয়তি যার তারা আঁকে ঘূর্ণির ছলে
এসেছি জোয়ারে ভরা, নিকষিত কণিকায় হেম?
গলিত স্বর্ণধারা, পুরাণবাসীরা যাকে বলে—
তবে কেন ডানা ভাঙা- দোমড়ানো মোচড়ানো দেহ
বোতল বন্দি করা আলোর প্রবীণা ইতিহাস
আমি কি মেখেছি সেই দীপ্তি, সহজ ও অনুমেয়
শ্বাসের আঘাতে তার ফিরেছি মুঠোয় ভরে শ্বাস?
No comments:
Post a Comment