Sunday, February 17, 2019

স্বপ্ননীল রুদ্র








উইলিয়াম ব্লেকের কবিতা

কোনদিনও রাগ না করা বিনয়বাবু স্বপ্নে আমার
মাঝেমাঝেই হানা দিয়ে সরিয়ে দিচ্ছেন পাতা চেয়ার

চিবুক জুড়ে আইসক্রিমের ন্যায় পড়ছে গলে সেই হাসিটি
আমি যাকে মেনেছিলাম ভাস্কর্যের এক ভিন্ন রীতি

মুখের ওপর বিছিয়ে আছে হাসি কুঁদে নির্মিত সেই
স্থাপত্যের এক লম্বা খিলান, ডগায় মিনার সেখানে বসেই

আছেন কেবল উইলিয়াম ব্লেক, ছোট্টছোট্ট ধারালো সব
ছন্দমিলের পদ্য নিয়ে পড়েই চলেন সরব নীরব

'ইনোসেন্স' আর 'এক্সপেরিয়েন্স', জীবন ধরা এই দু'থাবায়
থাবার ভেতর রক্ত ঝরে, ক্লাসের ভেতর তাঁকেও কাঁদায়

আবেগপ্রবণ বিনয়বাবু কালো চামড়ার বালকটিকে
বুকে টেনে আদর রেখেই আবার খোঁজেন সে লোকটিকে

বাঁশিতে যে সুর তুলেছে, কিম্বা নদীর পাড়ের রাখাল
বিনয়বাবুর এম.এ ক্লাসে স্বপ্নে আমি ব্লেকের দালাল...

No comments:

Post a Comment

একঝলকে

সম্পাদকীয়-র পরিবর্তে

"একটা কথা আমি বলি। আমরা অনেকগুলো জিনিস খবরের কাগজে দেখি। সারফেসে দেখি, তার দ্বারা প্রভাবিত হয়ে যাই। আমাদের আর কিন্তু প্রভাব...