ভাষা দিবস
ভাষা দিবসে আমি কোন ভাষা খুঁজে পাই না।
এ সমস্যা বরাবরের,
ক্রমশঃ বাড়ছে বাড়ছে,
শেষপর্যন্ত এক পাহাড় উঁচু বাধা--
যার সামনে আমি দাঁড়িয়ে ।
আমার একটা ভাষা আছে
যেমন সবার থাকে,
অথচ কথা বিনিময় হয় না।
এ এক স্নেহহীন সময়ের ভাষা,
যে শহীদরা মারা গেলেন
এ ব্যাপারে আমার কিছু বলার নেই।
ওরাও কিছু বোঝাতে পারে নি-
শিকার হয়েছে ভাষা না বোঝার
মৃত্যুটা কাজের জীবনের
উল্টোপিঠ।
জানি না জানি না।
নিজের কাছে একটা কিছু
বলে রাখা ।
যদি সবাই সবার ভাষা বোঝে,
তবে কেন কেউ কারো ভাষা
বোঝে না?
ছোট্ট আশিফা নির্মমতার শিকার
ওর কচি গলা থেকে বেরোনো চিৎকার-
কেউ শুনতে পায় নি।
আমি সেই শিশুটির মৃত্যুযন্ত্রণা শুনি,
ওর ভাষা কেউ বোঝে নি
আমি ওর ভাষা বুঝি।
আর আমি ভাষা বুঝি না।
আমার কোন ভাষা দিবস নেই।
No comments:
Post a Comment