Saturday, February 16, 2019

রুমা তপাদার








হৃদয়দিগন্তে

হঠাৎ বৃষ্টির ভোরে, আমি ঘুমাতেই পারি
নিজস্ব উপন্যাসের বুকে মাথা রেখে
ঘাড়ের তলায় হাত দিয়ে 
কাছে টেনে নেয় সে আমার উঁচু নাক
আমি শুধু নিঃশব্দে নিশ্বাস ফেলি
সাংসারিক ভোরবেলা, শুরু হয় আমাদের
আগ্নেয়দশা তছনছ করে দেয়
বই নিয়ে বসি মুখ নিচু  
কবিতার ঘোরলাগা চোখ মনে পড়ে
গ্রিপ করা ঠোঁট, জিভের সন্ধিকালও...
আমি কাঁদতে থাকি ভোরের আলোর মতো  
অন্ধকারের মাথায় শুকতারা দেখে
   
মেনে নেওয়ার কাব্যোপন্যাস নিয়ে দিন শুরু হয়
দিন চলে, চলে যায় ঘেঁষাঘেঁষি  হৃদয়দিগন্তে...

No comments:

Post a Comment

একঝলকে

সম্পাদকীয়-র পরিবর্তে

"একটা কথা আমি বলি। আমরা অনেকগুলো জিনিস খবরের কাগজে দেখি। সারফেসে দেখি, তার দ্বারা প্রভাবিত হয়ে যাই। আমাদের আর কিন্তু প্রভাব...