অরিত্র ধনুর্ধর
অরিত্র ধনুর্ধর,
যুযুধমানের ভেরি বাজে ওই সকরুণ সুরে
গান্ডীবধন্বার
রোষে প্রতিহিংসা জ্বলে ওঠে, গৃহে অগ্নি, প্রতীক্ষার আলো
পর্বতের বহ্নি
যদি ধূম দিয়ে চিনি, তবে দেশ থেকে রাষ্ট্র কোন ধূমে
শক্তির
নিমিত্তমাত্র হয়ে থাকা মাটিপুণ্যে মহাদেশে কোন পরিচয়ে
বলো, সামাজিক এই
মাধ্যমের মধ্যমেধা মুহূর্তে মুহূর্তে কোটি কোটি
হাতে হাতে পৌঁছে
দিয়ে, অবসন্ন সভাসদ, নতমুখ বিবেকী বিদুর
আদেশের অঙ্গুলিকে
স্তুতি দিতে দিতে ক্লান্ত, সিংহাসনে ঘোষণা এসেছে
বেছে নিতে হবে আজ
দেশ, তুমি বলো আজ কোন দেশ, কী তোমার নাম
কবিতাটা খুব ভালো লাগলো ।
ReplyDeleteI have no country.
ReplyDeleteEnjoyed it.
ReplyDeleteভালো লাগল সৌম্যদা। 'ইমাজিন'....
ReplyDeleteভালো লাগল সৌম্যদা। 'ইমাজিন'....
ReplyDeleteঅশেষ ধন্যবাদ সবাইকে
ReplyDelete