Sunday, February 17, 2019

বৈশাখী রায় চৌধুরী



তিন এ নেত্র


১.

দুঃসময় সেই স্থির আলো
বন্ধুরা একে একে যার পেছনে যায়

একাকীত্বের ছায়া জুড়ে হাঁটে দীর্ঘ নাসিংহোম

২. 
প্রার্থনার ভেতরে কোনো ভুল খুঁজো না
প্রার্থনা ভরাট গোলাপ বাগান

রক্তাক্ত হাতে হেঁটে যায় প্রিয় ডাকনাম

৩.
একই ফ্রেম আমাদের জন্য থাকবে না
আলাদা আলাদা ছবিতে আমরা লিখবো যে যার নিজস্ব ভয়

শুধু ছবির তলায় লেখা মৃত্যুসাল ঘিরে নতুন করে জন্মাবো আবার।

৪.
পালক ছড়াচ্ছো সঞ্চয় বলে কি কিছুই নেই ?
হৃদয় এক নিখুঁত সংগ্রহশালা

ধূর্ততার নজিরে নিজেকে বসাতে হাত কাঁপবে না তো তোমার ?

৫ .
সন্দেহ সেই আলগোছে বিনুনি

খুলে দিলেই

সিঁথি অবধি চিরে যায় হৃদয়।



No comments:

Post a Comment

একঝলকে

সম্পাদকীয়-র পরিবর্তে

"একটা কথা আমি বলি। আমরা অনেকগুলো জিনিস খবরের কাগজে দেখি। সারফেসে দেখি, তার দ্বারা প্রভাবিত হয়ে যাই। আমাদের আর কিন্তু প্রভাব...