Tuesday, February 19, 2019

কস্তুরী সেন





টু হুম ইট মে...
 
১.
ফিরিয়ে দেবও আবার কখনও রাস্তায়
সেই কফিশপ যেখানে কবার বসেছি
এবং দু এক সংখ্যা আগের লেখাতে,
এখনও সেসব দ্যাখারা এতটা দাউদাউ!

আমাদের কোনও যোগাযোগ নেই, তখনও
ছিল না। শুধুই কবিতামঞ্চে সাক্ষাৎ 
সযত্নে ঢাকা দূরে দূরে রাখা লেখারা
বোধিতে ও হৃদে যার যার বঁধু, শরীরেও

ফিরিয়ে দিচ্ছি, আবারও দেবই রাস্তায়
শুধু কবিতায় এখনও লেখেন? মুশকিল!
আমারও কলমে লোভ এসে পড়ে মঁসিয়ে
মাঝে মাঝে শুধু লিখতে পরস্পরকেই...

১.
আদৌ পড়িনি মায়াকোভ্স্কির শেষ সাতদিন  
 একযোগে আর
আদৌ জানো না সোনারঙ বলে মৌজার কথা
আমিও তোমার 
ফিকে হয়ে আসা সাবর্ণ যোগ রক্তের কোন
রাখিইনি ঋণ
কারা সব যেন আমার প্রেমিক, কার কার নাম
দাও ফ্রলাইন
আ মরি মেয়েটি গানের দলের, আ মরি ছেলেরা
তুখোড় তত্ত্ব
মাথা খাও বলে তোমাকে, এবং আমাকে পাঠায়
সুধীন দত্ত
বলে দেবে ওকে? আমিও বলব? হঠাৎ মঞ্চে?
কবিতাসভায়
মাথা তো খাই না, আমরা দুজন, এ ওকে চিবোই 
লেখায় লেখায়

No comments:

Post a Comment

একঝলকে

সম্পাদকীয়-র পরিবর্তে

"একটা কথা আমি বলি। আমরা অনেকগুলো জিনিস খবরের কাগজে দেখি। সারফেসে দেখি, তার দ্বারা প্রভাবিত হয়ে যাই। আমাদের আর কিন্তু প্রভাব...